মধুপুর পৌরসভা ১৯৯৫ সালে স্হাপিত 'ক' শ্রেণির একটি পৌরসভা ।ইহার আয়তন ২৫.৬২ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ৫৬.৬৫৮ জন প্রায়।এখানে ১টি কলেজ আছে, ২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ আছে ৩টি মাধ্যমিক বিদ্যালয় আছে ।এছাড়া প্রাথমিক বিদ্যালয় আছে ১৩টি ও মাদ্রাসা আছে ৬টি।এখানে বাচ্চাদের লেখাপড়ার জন্য গড়ে উঠেছে বিভিন্ন কিন্ডার গার্ডেন স্কুল ।
পৌরসভার এলাকায় মানুষের স্বাস্হ্য সেবার জন্য ১টি উপজেলা স্বাস্হ্য কেন্দ্রসহ কয়েকটি বে-সরকারী ক্লিনিক ও হাসপাতাল আছে।
দর্শনীয় স্হান বলতে রয়েছে শহীদ মিনার, মদন গোপাল বিগ্রহ মন্দির, শ্রী শ্রী নিত্যানন্দ সেবা, অনাথ আশ্রম ও পঞ্চপীরের মাজার ।পৌরসভায় পাকা রাস্তার পরমিান প্রায় ৫৫.৭০কি.মি. কাচা রাস্তা ৩৬.৯৪কি.মি. পানি নিষ্কাশনের জন্য পাকা ড্রেন আছে ৪.৭৫ কি.মি. কাচা ড্রেন ১০.৬৫কি.মি. ।ডাস্টবিন আছে ৬টি ।সু্ইপিং কাজে নিয়োজিত লোকজন ভ্যান গাড়ির মাধ্যমে পৌরসভার ময়লা আবর্জনা একটি নির্ধারিত স্হানে ফেলে থাকে ।পৌরসভার মাঝখান দিয়ে বয়ে গেছে এক সময়রে খরস্রোতা নদী বংশাই ।এখানকার অধিকাংশ লোক চাকুরী ,ব্যবসা ও কৃষির উপর নির্ভরশীল ।সরকারের সার্বিক সহযোগিতা পেলে পৌরসভা্র নাগরিক সেবা বৃদ্ধিসহ পৌরসভার দ্রুত উন্নয়ন সহজ হবে।